আরজি কর হাসপাতালে ধৃত সঞ্জয়ের গতিবিধি নিয়ে উঠছে প্রশ্ন

সময় যত যাচ্ছে ততই আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়কে নিয়ে বাড়ছে রহস্য। সূত্রে খবর, হাসপাতালের সরাসরিভাবে যুক্ত না হলেও আরজি করের আনাচে-কানাচে ছিল তাঁর অবাধ যাতায়াত। সঞ্জয়ের প্রসঙ্গ উঠতেই প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছেন কর্মরত নিরাপত্তারক্ষীরা। তাঁকে চেনেন কিনা প্রশ্ন উঠতেই পড়ছেন অস্বস্তিতে।

তবে আরজি করের ছাত্রদের একাংশ জানান, এই ব্যক্তি হাসপাতালে ওয়েলফেয়ারের কাজ করতেন। রোগী ভর্তিতে কোনও অসুবিধা বা অন্য কোন সমস্যার দ্রুত সমাধানও করে দিতেন। আর এখানেই উঠে যাচ্ছে একগুচ্ছ প্রশ্ন। সরাসরি হাসপাতালের কর্মী না হয়েও প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের মতো এলাকায় কীভাবে পৌঁছালেন তিনি প্রশ্ন তা নিয়েই। ঘটনার তদন্তে ইতিমধ্যেই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে কলকাতা পুলিশ। তদন্তে নেমে রাতেই ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সকালে গ্রেফতার। সূত্রের খবর, রাতে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কাছ থেকে তাঁকে ধরেছিল পুলিশ। কিন্তু, তিনি হাসপাতালের ভিতরের কর্মী না হয়েও সেখানে পৌঁছালেন কী করে সেই প্রশ্ন উঠছে নানা মহল থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =