বিজেপি–র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি ভবন থেকে এসেছে চিঠি, এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল এমনটাই। সংশ্লিষ্ট চিঠিতে নবান্নকে নির্দেশ দেওয়া হয়, যাতে ঘটনার তদন্ত করা হয়। এবার এই চিঠিরই সত্যতা নিয়েই প্রশ্ন তুললেন জগন্নাথের ঘনিষ্ঠ মহল। তাঁদের দাবি, এই চিঠির কোনও অস্তিত্ব নেই। আর নবান্নের তরফে চিঠির আনুষ্ঠানিক প্রাপ্তি স্বীকার করা হয়নি।
এই বিষয়ে এখনও পর্যন্ত জগন্নাথ নিজে কোনও কিছুর ব্যাখা না দিলেও তাঁর ঘনিষ্ঠ মহল দাবি করছে, রাষ্ট্রপতির তরফে এই ধরনের ইমেল যায় না। অন্য মেইল আইডি রয়েছে। কোনও বিষয়ে জানার হলে, রাষ্ট্রপতির সচিবালয় অন্য ইমেল আইডি থেকে নোটিস পাঠায়। বিজেপি নেতার ঘনিষ্ঠ মহলের দাবি, গোটা ইমেলটি ভুয়ো। তার জন্য দলগত ভাবে যা অবস্থান নেওয়ার তা বিজেপি নেবে।
বস্তুত, এ দিন খবরে আসে বিজেপি নেতা জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে নবান্নকে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। আয় বহির্ভূত সম্পত্তি বেনামে লেনদেনের অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, উদয় সিং নামে এক জনৈক ব্যক্তি ইডি–সিবিআই–এর দফতরে জগন্নাথের সম্পত্তি নিয়ে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগেরই সত্যতা খতিয়ে দেখতে তৎপর হয় রাইসিনা হিল। নবান্নকে গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রপতির সচিবালয় দফতর। এই বিষয়টিকেই ভুয়ো বলে দাবি বিজেপি নেতার ঘনিষ্ঠ মহলের।
এই ঘটনার বিষয়ে জগন্নাথ জানান, ‘এটা মিথ্যা অভিযোগ। আমার কোনও বেআইনি সম্পত্তি নেই। আয় বহির্ভূত কিছুই নয়।’