রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলছে পড়ুয়াদের বিক্ষোভ। আর তারই জেরে ক্যাম্পাসে ঢুকতে পারলেন না অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। এরপরই এই বিষয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদনও করেন আদালতে। এদিকে আদালত সূত্রে খবর, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই বিষয়ে আবেদন জানানো হয়। এদিকে মঙ্গলবারও ক্যাম্পাসে অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায় যাননি বলে খবর।
এদিকে সূত্রে খবর, সোমবার থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল তিনি বিক্ষোভের সময় ক্যাম্পাসে ঢুকতে বাধা পান। পরে নিরাপত্তারক্ষীরা তাঁর নির্দেশে বিক্ষোভকারীদের ক্যাম্পাসের বাইরে বার করে দেন বলে অভিযোগ। সেই ঘটনার পর বিক্ষোভ আরও ছড়িয়েছে। এরপর মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে ফের শুরু হয় বিক্ষোভ। ক্যাম্পাসের ভিতর ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়াদের একাংশ। শুধু তাই নয়, অস্থায়ী উপাচার্যের ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। সেই ঘরের সামনে বসেই চলে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি।
কেবল উপাচার্যের ঘরের সামনেই নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরের দুটি দরজাতেও বিক্ষোভ চলছে। যতক্ষণ এই সমস্যার সমাধান না হবে, আন্দোলন চলবে। এমনই দাবি করেছেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের অশিক্ষক কর্মীরাও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন। অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসে স্থায়ী উপাচার্যের দাবি ফের তোলা হয়।