সোশ্যাল মিডিয়ায় সবাইকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। নেতা ও রাজনৈতিকদলগুলির নামে ইউটিউব চ্যানেলের নিরিখে সম্প্রতি এমনটাই উঠে এসেছে সবার সামনে। একটি দাবি অনুযায়ী, ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এক সমীক্ষায় দেখা গিয়েছে রাহুল গান্ধির ইউটিউব চ্যানেলে ভিউজের সংখ্যা সব থেকে বেশি। এই সময়ের মধ্যে ১২ মিলিয়নের বেশি দর্শক রাহুলের ইউটিউব চ্যানেল দেখেছেন। দশ জনের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি থাকলেও তা রয়েছে রাহুলের অনেক পিছনে।
রাহুল গান্ধি শুধু নয় ওই সমীক্ষায় দেখা গিয়েছে ভিউজের নিরিখে পরপর প্রথম চারটি ইউটিউব চ্যানেল রয়েছে কংগ্রেসের। তার মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইউয়ুথ কংগ্রেস, উত্তরপ্রদেশ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলগুলির ভিউজ মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে প্রায় ৯১ শতাংশ কোনও না কোনও কংগ্রেসের ইউটিউব চ্যানেল দর্শক দেখেছেন।