মোদির সমালোচনা করতে গিয়ে ট্রোলড হলেন রাহুল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে রাহুল গান্ধির মুখে হঠাৎ-ই শোনা গেল অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের নাম। কংগ্রেস নেতা উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে একটি জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে যা বোঝাতে চাইলেন তা বোঝাতে না পেরে ট্রোল হলেন। কারণ, রাহুল তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব দেখেছেন আপনারা? সেখানে কোনও ওবিসি মুখ দেখেছেন? দলিত কিংবা আদিবাসীদের দেখা গিয়েছে? অথচ সেখানে ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই এবং নরেন্দ্র মোদি।’ আদতে রাহু বোঝাতে চেয়েছিলেন  আমজনতাকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি, ছিলেন কেবল একঝাঁক তারকা। এটা বোঝাতে গিয়ে তথ্য বিভ্রাটের জেরে তাঁর এই বক্তব্যই হয়ে উঠল ট্রোল করার উপাদান। এদিকে এই বক্তব্য রাখার পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এখন রাহুলের ভুল ধরতে ব্যস্ত। কারণ, উল্লেখ্য, ২২ জানুয়ারির রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বচ্চন পরিবারের তরফে বিগ বি এবং অভিষেক উপস্থিত থাকলেও ছিলেন না ঐশ্বর্য। ফলে ওয়েনাডের সাংসদের বক্তব্য শুনে হাসাহাসি চলছেই।

রাহুলের এই বক্তব্যের প্রেক্ষিতে এক নেটিজেন বলেন, ‘রাম মন্দিরের অনুষ্ঠানে ঐশ্বর্য রাইকে ইনিই একমাত্র দেখতে পেলেন। আর কেউ পেলেন না।’ অপর একজন লেখেন, ‘ঐশ্বর্য রাই না থাকা সত্ত্বেও তাঁকে আপনি দেখতে পেয়ে গেলেন আর যে শয়ে শয়ে সাধু সন্তরা ছিলেন, মোদীজির উপর পুষ্পবৃষ্টি করছিলেন তাঁদের দেখতে পেলেন না?’ এক নেটিজেন তো ল্পষ্টই জানালেন,  ‘ঐশ্বর্য রাই সেখানে ছিলেন না। বরং বহু দরিদ্র মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অযোধ্যায় লাখ লাখ পুণ্যার্থীর ভিড় হলে দরিদ্রদেরও রোজগার বাড়বে।’ আরও একজন মজা করে লিখেছেন, ‘অমিতাভ বচ্চন আর অভিষেককে দেখা গিয়েছিল। ইনি তো দেখছি ঐশ্বর্যকেও দিব্য দৃষ্টি দিয়ে দেখে ফেলেছেন। আপনার দিব্য দৃষ্টি যদি এতটাই ভালো হয় তবে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কিছু দেখুন। দেখবেন আপনার এই মন্তব্য বুমেরাং না হয়ে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 6 =