বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে পূর্ব রেলে প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হল ট্রেন পরিষেবা। সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৭টা ২০ নাগাদ আসানসোল রেলওয়ে স্টেশনের কাছে একটি বৈদ্যুতিন খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। ওভারহেডের তার-সহ বিদ্যুতের খুঁটি পড়ে রেলাইনে। যার জেরে আসানসোল-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচলে বিলম্ব। তারই জের পড়ে রেল পরিষেবায়। রেলওয়ের তরফে অনুমান করা হচ্ছে, কোনও মালগাড়ির দরজা খোলা থাকায় তা পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং তা ক্ষতিগ্রস্ত হয়। পিলারের ক্ষতির কারণে ওএইচই ভেঙে যায়। আর এর ফলেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ৯টার পর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। ধীর গতিতে কয়েকটি ট্রেন যাত্রীদের নিয়ে হাওড়ার উদ্দেশে রওনাও দেয়। পূর্ব রেল সূত্রে খবর, এদিন ডাউন লাইন ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু, বিপদের ইঙ্গিত পেয়ে তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন গাড়ির চালক। খবর দেওয়া হয় রেলে। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেলের একটি টিম। ওএইচইকে স্বাভাবিক করতে যুদ্ধকালীন কাজ করা হয়। রেল কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে আসানসোল স্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়েছিল বিকানের হাওড়া সুপারফাস্ট।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, এই ঘটনাটি সকাল ৭টা ২০ মিনিট নাগাদ ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় রেল মেরামতির কাজ শুরু করে। পাশের লাইন ধরে ধীর গতিতে ট্রেনগুলিকে হাওড়ার দিকে যায়।