রবিবারেই দাবদাহের হাত থেকে বাঁচতে চলেছে দক্ষিণবঙ্গ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ৪ মে শনিবার পর্যন্ত দাবদাহ চলবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শুক্রবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পাঁচ জেলাতে। এই তালিকায় রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। কলকাতা-সহ বাকি জেলাতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। শুক্রবার পর্যন্ত তীব্র দাবদাহের চরম সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া। শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এই সাত জেলায়। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া, তাপপ্রবাহের পরিস্থিতি। বাকি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তবে উল্টোদিকে পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বাড়বে বৃষ্টি।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। শনিবার বৃষ্টির শুরু দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই ৬ জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। এরপর সোমবার রাজ্যজুড়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আলিপুর দফতরের তরফ থেকে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে এবং দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হওয়া। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বৃষ্টির কারণে আরও তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছে চলে আসবে পারদ। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে গরমের প্রভাব থাকলেও শনিবারের পর থেকেই আবহাওয়ার ভোলবদল হবে।শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি ৫০ কিমি বেগে ঝড় হতে পারে। ৫, ৬ এবং ৭ মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আগামী ৯ মে পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন উচু পার্বত্য এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুরে বৃষ্টি হবে। উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।