ঘূর্ণাবর্তের জেরে সাগরের জলীয় বাষ্প ঢুকতেই কোণঠাসা শীত। ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, বঙ্গোপসাগরের উপর এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই ঘূর্ণাবর্তের জেরে কমেছে শীতের দাপট। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বোঝাই যাচ্ছে, একধাক্কায় ঠিক কতটা তাপমাত্রার তফাৎ হয়েছে। ১৪ থেকে ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে জেলার তাপমাত্রাও। হঠাৎ শীতের এই উধাও হয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্জাকেই দায়ী করছে আলিপুর আবহাওয়া অফিস। ফলে সব মিলিয়ে বড়দিনের আগেই কার্যত শীত কম গিয়েছে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, মেঘলা আবহাওয়ার জেরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিম প্রান্তের পাঁচ জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বাকি জেলায় শীতের দাপট কিছুটা কমবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় মেঘলা আকাশই নজরে আসবে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবাহওয়া দফতর। এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা।