এখনও বৃষ্টি চলবে। আর সেটাও চলবে এক নাগাড়ে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে এও জানানো হযেছে, মঙ্গলবার অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। এর পাশাপাশি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এর সঙ্গে বুধবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে।দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তো এমনিতেই ভাসছে। তারপরও বৃষ্টি চলবে। ফলে স্বাভাবিকভাবে আরও খারাপ হবে পরিস্থিতি। এমন পরিস্থিতির কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে।
এদিকে কলকাতার আবাহওয়া সম্পর্কে আলিপুর আবাওয়া দফতরের পূর্বাভাস,মূলত মেঘলা এবং কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকছে। বিক্ষিপ্তভাবে দু–এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা; সঙ্গে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায়সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭২ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৩৭.৩ মিলিমিটার।