বুধবার থেকে কমবে বৃষ্টি। আর এমন আবহাওয়া বজায় থাকবে শুক্রবার পর্যন্ত, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে একইসঙ্গে এও জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলার দু–এক জায়গায়। শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে এও জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলার সক্রিয় বর্ষার বাতাস। সঙ্গে দোসর গাঙ্গেয় বঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও দুটি অক্ষরেখা। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। আর তাতেই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। এই নিম্নচাপ এবার সরছে ঝাড়খণ্ড– ছত্তিসগড়ের দিকে। তারই জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের চেয়ে সামান্য কম।