এবার সোনারপুর থানায় জিজ্ঞাসাবাদ রাজন্যাকে

নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার। তারই প্রেক্ষিতে এবার এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল রাজন্যাকে। সোনারপুর থানা সূত্রে খবর,  পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে মনে করে লিগাল নোটিস পাঠানো হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী রাজন্যা মঙ্গলবার সোনারপুর থানায় হাজির হন। এরপর থানার এক মহিলা অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজন্যার অভিযোগের ভিত্তিতে তাঁকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় এদিন। বিশেষ করে, তাঁর অভিযোগপত্রে উল্লিখিত ছবিগুলির উৎস কী, কীভাবে তিনি সেই ছবি পেয়েছিলেন, তা জানার চেষ্টা করে পুলিশ। এমনকী তাঁকে নির্দিষ্ট ইউআরএল  লিঙ্কও দিতে বলা হয়। পুলিশের দাবি, এই তথ্য তদন্তের জন্য অত্যন্ত জরুরি। তবে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর এ ব্যাপারে রাজন্যা থানার বাইরে মুখ খুলতে চাননি। সংক্ষিপ্ত বাক্যবন্ধে জানান, ‘এখন কিছু বলতে চাই না। পরে সব বলব।

সম্প্রতি দল থেকে সাসপেন্ড হওয়া রাজন্যা ছাত্রনেতাদের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তোলেন। নেত্রীর অভিযোগ, তাঁর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ছাত্রনেতার ফোনে। খুব স্বাভাবিক ভাবেই তাঁর এই অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে তৈরি হয় অস্বস্তি। এদিকে সোনারপুর থানা সূত্রে খবর, পুলিশ এই মুহূর্তে রাজন্যার দেওয়া তথ্য যাচাই করছে। প্রয়োজনে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সূত্রের খবর। কারণ, তদন্তের দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =