কেয়া দাস
শনিবার সকালেই অপারেশন থিয়েটারে যাওয়ার মুহূর্তে রাখির ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রাক্তন স্বামী রীতেশ সিং। রাখির চোখে মুখেও ছিল চিন্তার ছাপ। সকলকে তাঁর জন্য একটু প্রার্থনা করার অনুরোধও করেন। ক্যামেরার সামনেই মায়ের জন্য হাপুস নয়নে কাঁদতেও দেখা গেছে রাখিকে। কঠিন সময়ে রাখির পাশে প্রতি মুহূর্তে ছিলেন রীতেশ। অস্ত্রোপচারের পর রাখি কেমন আছেন সেই আপডেটও দিয়েছিলেন। তিন ঘণ্টার কঠিন অস্ত্রোপচার হয়েছে। জ্ঞান ফিরতে বেশ খানিক্ষণ সময় লাগবে জানিয়েছেন তিনি। তবে রবিবার সকালেই নতুন ভিডিয়ো শেয়ার করে রীতেশ দেখান অস্ত্রোপচারের পর রাখিকে তাঁর কেবিনে নিয়ে যাওয়ার সেই মুহূর্তটা।
ভিডিয়ো শেয়ার করে রীতেশ লিখেছেন, ‘ভগবানের আশীর্বাদে রাখিজী এখন ভালো আছেন। অস্ত্রোপচার সফল হয়েছে। চিন ঘণ্টার কঠিন অস্ত্রোপচার হয়েছে। ওই সময়টা যে কী ভাবে কেটেছে তা আমি বলে বোঝাতে পারব না। আমি আর আমার টিম নির্জলা উপোস করেছি রাখিজীর জন্য। ভগবানের কাছে প্রার্থনা করেছি। যাঁরা ওঁর জন্য প্রার্থনা করেছেন তাঁদেরকে অনেক ধন্যবাদ।’ শনিবার বিকেলেও রাখির অস্ত্রোপচারের পর সেলেব পাপারাৎজ্জিদের সঙ্গে কথা বলেছেন রীতেশ। রাখির জরায়ুতে থাকা বিশালাকার টিউমারের ছবিও দেখান রীতেশ। সঙ্গে এও জানান, ‘রাখির অস্ত্রোপচার সফল হয়েছে। টিউমারটা অনেক বড়। এখনও জ্ঞান ফেরেনি। প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। মেজর একটা অপারেশন হল। কিছু মানুষ তো খুব মজা করছিল। তাঁদের জন্য একটাই কথা বলতে চাই ভগবান আছেন। তিনি সব দেখছেন। আমার মনে হয় এই ধরনের মানুষের মধ্যে মনুষ্যত্ব বলে আর কিছু নেই। অন্যের কষ্টে যখন কেউ হাসে সেটা খুবই দুর্ভাগ্যজনক। দেখুন টিউমারটা কত বড়। এই রকম পরিস্থিতিকে হাতিয়ার করে যাঁরা লাইমলাইটে থাকতে চাইছেন তাঁদের জন্য একটা কথা বলতে চাই। খুব শীঘ্রই তাঁদের উলটো গোনা শুরু করতে হবে। দোষীরা জেলে যাবে।’
রাখি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রীতেশ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। ক্যাপশনে লিখেছিলেন,’হৃদয় কাঁদছে। প্রচণ্ড ভয় করছে। কিন্তু, আমার ভগবানের উপর বিশ্বাস রয়েছে যে উনি ক্ষতি করবেন না। রাখিজী অপারেশন থিয়েটারে যাচ্ছেন। মা-কে ভীষণ মিস করছেন। রাখিজীর জন্য সকলকে ভোট দেওয়ার আর্জিও জানিয়েছেন।’