সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় ও ব্যাঙ্কিং সিস্টেমকে আয়ত্বের মধ্যে রাখতে প্রায়ই কড়া পদক্ষেপ নিতে হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। এবারও নেওয়া হল এমনই একটি কঠোর পদক্ষেপ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেশের দুটি রাজ্যের দুটি সমবায় ব্যাঙ্ক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মহারাষ্ট্র ও কর্ণাটকের দুটি সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হল আরবিআই-এর তরফ থেকে। আরবিআই-এর সিদ্ধান্তের পর বৃহস্পতিবার থেকেই ওই সমবায় ব্যাঙ্ক দুটি আর গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারছে না।
দুটি সমবায় ব্যাঙ্কের জন্য পৃথক বিবৃতি জারি করেছে আরবিআই। জানানো হয়েছে, বুলধানার মালকাপুর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ও বেঙ্গালুরুর সুশ্রুতি সৌহার্দা সহকার ব্যাঙ্কের ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করেছে। রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসা বন্ধের পর এই দুই সমবায় ব্যাঙ্ক আর ব্যাঙ্ক সংক্রান্ত কোনও ধরনের কাজ করতে পারবে না। জানা গিয়েছে, ওই দুটি সমবায় ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনা না থাকায় দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা এই পদক্ষেপ নিয়েছে। আরবিআই এর আগেও একাধিক সমবায় ব্যাঙ্কের লাইসেন্স রদ করেছে। এরফলে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন সমবায় ব্যাঙ্কে টাকা রাখা নিরাপদ কিনা তা নিয়ে। এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার ক্ষেত্রে, আমানতকারীর একমাত্র টাকা পাওয়ার রাস্তা হল ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অর্থাৎ ডিআইসিজিসি দ্বারা দেওয়া বিমা কভার। বর্তমানে এর আওতায় ৫ লাখ টাকা বিমা কভার পাওয়া যায়। ডিআইসিজিসি কভার সব ব্যাঙ্কের গ্রাহকেরাই পেতে পারেন। তবে এই কভার ফ্রি নয়। গ্রাহকদের এক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে ও বিমার প্রিমিয়াম দিতে হবে।