বেপরোয়া গাড়ির ধাক্কা  বৃদ্ধাকে, গ্রেফতার কাউন্সিলর পুত্র

ফের কলকাতার রাস্তায় বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। আর এবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত শাসক দলের কাউন্সিলরের পুত্র। গ্রেপ্তারও করা হয়েছে তাকে।

সূত্রে খবর, বুধবার সকালে বিবেকানন্দ পার্কের কাছে ৭০ বছরের এক বৃদ্ধাকে ধাক্কা মারে একটি বেপরোয়া গাড়ি। পথ দুর্ঘটনায় আহত এই বৃদ্ধার নাম তারা সাহা। ঘটনার পর দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তিও করা হয়। সূত্রে খবর, আহত ওই বৃদ্ধা আপাতত এসএসকেএমে ভর্তি। এদিকে সূত্রে খবর মিলছে, ওই গাড়িতে ছিলেন ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে। ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় গাড়িটি চালাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায়।

উল্লেখ্য, গাড়িটিতে মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক লাগানো ছিল। গাড়িটি তাঁর নামেই রেজিস্টার করা বলেই সূত্রের খবর। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতিও।

এদিকে রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি খুদে থেকে বৃদ্ধ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। তাঁর নির্দেশ ছিল, দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। সেই মতো বৈঠক করে কড়া বার্তাও দিয়েছেন মন্ত্রী। তার পরেও পরিস্থিতির বিশেষ বদল হয়নি। উলটে তৃণমূল কাউন্সিলরের ছেলের গাড়ির বেপরোয়া গতিতে জখম হলেন বৃদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 3 =