শুরু কসবা গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ

কসবা গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ করতে শুক্রবার সকালে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আনা হল মূল অভিযুক্ত সহ তিন অভিযুক্তকেই। আনা হয়েছে ঘটনার দিন ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষীকেও। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োগ্রাফিও করছে পুলিশ। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন রাতে কী ঘটেছিল, তাও প্রতিটি পর্যায়ে জানার চেষ্টা করছে পুলিশ।

সূত্রে খবর, শুক্রবার সকালেই বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় কসবার ওই কলেজে। কলেজে উপস্থিত রয়েছেন গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাও। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলেজ। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের। অভিশপ্ত ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কারণ, এর থেকে নতুন কোনও তথ্য সামনে আসে কি না তার দিকেও রয়েছে নজর রয়েছে তাঁদের।

প্রসঙ্গত, যে কোনও অপরাধের ক্ষেত্রেই পরবর্তী সময়ে অভিযুক্তদের ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এর আগে কসবা কলেজের ওই নির্যাতিতাকেও কলেজে আনা হয়েছিল। নির্যাতিতা প্রতিটি জায়গা দেখিয়েছিলেন, যেখানে অভিযুক্তরা তার উপরে পাশবিক অত্যাচার করেছিল। পরপর কী ঘটনা ঘটেছিল, সব বর্ণনা করেন। এবার অভিযুক্তদেরও আনা হল। ভিডিয়োগ্রাফিও করা হচ্ছে প্রতিটি মুহূর্তের।

অন্যদিকে, গ্রেপ্তার হওয়া নিরাপত্তারক্ষী, যিনি ঘটনার সময় কলেজে উপস্থিত ছিলেন এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী যার কাছে সাহায্য চেয়েছিলেন, সেই নিরাপত্তারক্ষীর আজ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =