বসিরহাট নির্বাচনের মনোনয়ন নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল। ফল বের হলেও হাজি নুরুলের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করলেন রেখা। মঙ্গলবার আদালতে গিয়ে তিনি বলেন, ‘মনোনয়নে ভুল তথ্য আছে, ভোটও অন্যায়ভাবে করিয়েছেন উনি।’ সেই অন্যায় মানবেন না বলেই দাবি করেছেন রেখা। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির রেখা পাত্রকে হারান হাজি নুরুল ইসলাম। সন্দেশখালির প্রতিবাদী মুখ ছিলেন রেখা পাত্র। সন্দেশখালির ঘটনার প্রতিবাদী মুখ রেখাকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বিজেপির তরফ থেকে। এমনকি ভোটের প্রচারে নামার আগে তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বসিরহাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে প্রচারও করতে দেখা যায় রেখাকে। তবে ফলাফলে তিনি অনেকটাই পিছনে রয়ে যান। উল্লেখ্য, ভোটের আগেই হাজি নুরুলের মনোনয়ন নিয়ে প্রশ্ন ওঠে। বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল হওয়া উচিত বলে দাবি করেছিল বিজেপি। তাঁর নো ডিউজ সার্টিফিকেট দেওয়ার শেষ সময় পেরিয়ে গেলেও তা জমা দেননি তিনি, এমনই অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। আদালতে গিয়ে রেখা পাত্র জানিয়েছেন, ভোটের নিয়ম ভেঙেছেন হাজি নুরুল, সেই কারণেই এই মামলা করেছেন তিনি।