ল্যান্ডফল শুরু রেমালের

তীব্র ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল শুরু।এখনও পর্যন্ত শক্তিক্ষয়ের কোনও ইঙ্গিত তো নেই-ই। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই তার সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রেমালের। আগামী ৪ ঘণ্টা ধরে এই ল্যান্ডফল চলবে। তার জেরে আগামী ৬ ঘণ্টা উপকূলে চলবে তাণ্ডব। ঘণ্টায় ১০০-১২০ কিমি বেগে দমকা বাতাস বইবে উপকূলে। আলিপুর আবহাওযা দফতর সূত্রে খবর, আউটার ক্লাউড বাংলার উপকূলে ঢুকতে শুরু করে দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, হাওয়া, হুগলি সমস্ত জায়গায় মেঘে ঢাকা আকাশ। সঙ্গে বিক্ষিপ্ত মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। বীরভূম, মালদহ, মুর্শিদাবাদের আকাশেও মেঘ জমেছে। আগামী কয়েক ঘণ্টায় এই মেঘপুঞ্জ ক্রমেই ভিতরে আসবে, সারারাত জুড়ে চালাবে তাণ্ডব।অন্যদিকে ভরা কোটালের প্রভাবে, নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। এই  সময়ই ঘূর্ণিঝড় রেমাল ঢুকবে উপকূলে। এই ঘর্ণিঝড়ের জেরে ঝড়ের ইতিমধ্যেই বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বিধাননগরের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। প্রবল বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eleven =