জাল জাতিগত শংসাপত্র দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ এসএসকেএম-এ, রিপোর্ট তলব

রাজ্যের প্রথম সারির হাসপাতাল বলে পরিচিত এসএসকেএম হাসপাতালে এবার জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম পড়ার অভিযোগ উঠল। এই অভিযোগ সামনে আসতেই  তৎপর হল প্রশাসন।  সূত্রের খবর,রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে এই অভিযোগ আসার পরেই এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জবাব তলব করা হয়েছে।
মূলত দফতর থেকে এসএসকেম কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে, ওই পড়ুয়ার জাতিগত শংসাপত্র আসল না ভুয়ো তা নিয়েও। প্রসঙ্গত, এর আগে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে এক পড়ুয়ার জাল সার্টিফিকেট নিয়ে পড়ার অভিযোগে তার ভর্তি প্রক্রিয়াই বাতিল করা হয়েছিল। এবার এসএসকেএম হাসপাতাল একই অভিযোগ ওঠায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করা হল।
ইতিমধ্যেই জাল শংসাপত্রের ইস্যু ঘিরে দুজন অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। দুই আধিকারিকই একজন খড়গপুর ও একজন ব্যারাকপুরে কর্মরত ছিলেন। শুধু তাই নয় গত দেড় বছরে চোদ্দশোরও বেশি জাল কাস্ট সার্টিফিকেট বাতিল করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। এবার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের পর খোদ রাজ্যের অন্যতম মেডিকেল কলেজ এসএসকেএম হাসপাতালে ভুয়ো জাতি শংসাপত্র নিয়ে মেডিকেল পাঠক্রম পড়ার অভিযোগ উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =