‘উড় চলো’র উপদেষ্টা পদে অবসরপ্রাপ্ত জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

‘উড় চলো’ একমাত্র অনলাইন ট্র্যাভেল এজেন্সিতে ভারতীয় সেনার ২৮তম প্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) মনোজ মুকুন্দ নারাভানেকে উপদেষ্টা পর্ষদে নিয়োগ করা হল। উপদেষ্টা দলের অংশ হিসাবে, জেনারেল নারাভানে কোম্পানিকে পরিচালনা করবেন, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যা তার গ্রাহকের চাহিদা এবং পছন্দের সাথে মেলে।এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এই ‘উড় চালো’ হল একমাত্র অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) যা ভারত সরকারের ‘ন্যাশনাল স্টার্ট আপ অ্যাওয়ার্ড’ পেয়েছে। ভারতে ভ্রমণের বাজারের ৭০শতাংশেরও বেশি চিনা বিনিয়োগকারীদের দ্বারা নিয়ন্ত্রিত তা উপলব্ধি করার পরে, সংস্থাটি সম্প্রতি তার প্ল্যাটফর্মকে প্রসারিত করেছে যাতে সশস্ত্র বাহিনীর বাইরেও যাঁরা রয়েছেন তাঁরা সহজেই অ্যাক্সেস করতে পারেন।

এই প্রসঙ্গে ‘উড় চালো’র সিইও রবি কুমার জানান, আমরা জেনারেল নারাভানেকে ‘উড় চালো’র দলে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। তাঁর ব্যাপক অভিজ্ঞতা এবং গভীর দক্ষতা অমূল্য।আমরা সশস্ত্র বাহিনী সম্প্রদায়ের সুবিধার্থে আমাদের পরিষেবাগুলি প্রসারিত এবং বৃদ্ধি করার জন্য আমাদের যাত্রা অব্যাহত রাখব এবং এখন এর বাইরে সমগ্র জাতির সেবাতেও নিজেদের নিয়োজিত করছি। আমরা নিশ্চিত যে জেনারেল নারাভানের অতুলনীয় নেতৃত্ব সশস্ত্র বাহিনী এবং তার বাইরেও আমাদের নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী ভ্রমণ অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে আমাদের এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

এদিকে এই প্রসঙ্গে জেনারেল নারাভানে জানান, ‘আমি ‘উড় চলো’র সঙ্গে যুক্ত হয়ে আরও ভাল কিছু করে দেখানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। বিভিন্ন পণ্য ও সেবার মাধ্যমে ‘উড় চলো’ আমাদের সশস্ত্র বাহিনী কমিউনিটির জন্য অবিচলভাবে জীবন সহজ করে দিচ্ছে। এটা শুধু জাতীয় সীমান্তেই নয়, এর বাইরেও তাঁরা যেখানেই থাকুন না কেন তাঁদের সহায়তা দিচ্ছে। তারা যেখানেই থাকুক না কেন সহায়তা নিশ্চিত করছে। আর এই কারণেই ৩৫ লক্ষেরও বেশি ফৌজি পরিবার ‘উড় চলো’র ওপর তাদের আস্থা রেখেছে। একইসঙ্গে এটি অন্যান্য ব্যবহারকারীদের কাছেও এর প্ল্যাটফর্ম প্রসারিত করে ‘দেশ কা ভরোসা’ এর প্রতীক হয়ে উঠতে চলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =