প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়

প্রয়াত অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে গুলি চলার ঘটনায় সুশান্তবাবুর নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সেই সুশান্ত চট্টোপাধ্যায়ের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। বিচারপতি চট্টোপাধ্যায় কলকাতা এবং ওড়িশা হাই কোর্টে বিচারের দায়িত্বে ছিলেন। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তের জন্য তাঁকে আমাদের সরকার কমিটির প্রধান নিযুক্ত করেছিল। এই কঠিন সময়ে ওঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’

সুশান্তবাবুর কর্মজীবন শুরু হাওড়া জেলা আদালতে। এরপর ১৯৮৬ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হন। ১৯৯৪ সালে বদলি হয়ে ওড়িশা হাই কোর্টে যান। ১৯৯৯ সাল পর্যন্ত সেখানেই ছিলেন। মহাকরণ অভিযানে গুলি চলার ঘটনায় তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১১ সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ২০১৪ সালে ওই কমিটি একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্ট নিয়ে শোরগোল পড়েছিল যথেষ্ট। রিপোর্টকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে একাধিক মামলাও দায়ের হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =