বৃহস্পতিবার শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সব পক্ষের নজর ছিল সেদিকেই। তবে ঠিক তার কয়েক ঘণ্টা আগে, বুধবার সন্ধেয় জানা গেল, বৃহস্পতিবার নাও হতে পারে শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ নাও বসতে পারে। ফলে সেই কারণেই পিছিয়ে যেতে পারে এই মামলার শুনানি। প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা হাইকোর্টে থাকাকালীন, মামলায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে শীর্ষ আদালত। হাইকোর্ট থেকে ওই মামলা যায় সুপ্রিম কোর্টের হাতে। ২০ আগস্ট শুনানিতে, সুপ্রিম কোর্টের নির্দেশ সিবিআইকে নির্দেশ দেয়, এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।