নথি না থাকায় প্রথম দিনেই থমকাল আরজি করের দুর্নীতির বিচার প্রক্রিয়া

সম্পূর্ণ নথি না নিয়েই আদালতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উপস্থিত হওয়ার প্রথম দিনেই থমকে গেল আরজি করের দুর্নীতির বিচার প্রক্রিয়া। কারণ, রেকর্ডে নথি অসম্পূর্ণ। আর এই ঘটনার জেরে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করতে দেখা গেল বিচারককে। শুধু তাই নয়, এই ঘটনার জেরে বিচার প্রক্রিয়া শুরুর দিনেই আদালতে বিচারকের ক্ষোভের মুখে পড়লেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক ও সিবিআই আইনজীবী।বিচারককে এদিন সিবিআইয়ের আধিকারিক ও আইনজীবীকে ক্ষোভের সঙ্গে প্রশ্ন করতেও দেখা যায়, তাঁরা মিথ‍্যা বলছেন কেন তা নিয়েও। পাশাপাশি এও জানতে চান, যেখানে কাস্টডিয়াল ট্রায়াল শুরু হয়েছে সেখানে কেন রেকর্ড আনা হল না তা নিয়েও।

এদিকে আদালত সূত্রে খবর, মঙ্গলবার কাঠগড়ায় সাক্ষী হিসেবে উপস্থিত স্বাস্থ্য দফতরের ওএসডি। তাঁর সাক্ষ‍্যগ্রহণও শুরু হয়। এরপরেই অরিজিনাল অভিযোগ পত্র এনে দেখাতে বলা হয় সিবিআইকে। তখন সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, টালা থানায় যে অভিযোগ পত্র জমা পড়েছিল, তা এদিনের রেকর্ডে নেই। এরপই বিচারক জানতে চান, কেন নেই  সে ব্যাপারেও। বিচারকের এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক  জানান, রেকর্ড অন্য কোর্টেও থাকতে পারে। আমাদের সময় দেওয়া হোক। আইওর এহেন মন্তব্যেই বিচারক আধিকারিককে ভর্ৎসনা   করে  বলেন, ‘কেন মিথ্যা বলছেন?’ সঙ্গে এও জানান, ‘এই ধরনের খামখেয়ালিপনা বা এক্সকিউজ বরদাস্ত করা হবে না এটা কোর্ট, এখানে সম্পূর্ণ নথি এনেই বিচার প্রক্রিয়া শুরু করার কথা।’

এদিকে এই ইস্যুকে সামনে এনেই অভিযুক্ত পক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন, অরিজিনাল অভিযোগপত্র ছাড়াই কীভাবে বিচার প্রক্রিয়া শুরু হল তা নিয়েও।একইসঙ্গে তদন্তকারী অফিসারকে কাজে গাফিলতি এবং আদালতকে সঠিক ভাবে সহায়তা না করার জন‍্য সতর্ক করেন বিচারক। পাশাপাশি সতর্কও করে দেন এই ধরনের ঘটনা আবার ঘটলে তদন্তকারী আধিকারিকের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =