সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয়, মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডের সিবিআই দুর্নীতি মামলা মঙ্গলবার এই নির্দেশ জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
আদালত সূত্রে খবর, এদিন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সে ক্ষেত্রে তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে।
এদিকে আদালতে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, হাইকোর্টের নির্দেশ মত সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে। আইনের ৯১ নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে বলেই জানান তিনি।
অন্যদিকে সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, ‘অসমর্থিত (আনরিলায়েড) নথির তালিকাই শুধু হাতে পেয়েছি। কোনও নথি হাতে পাইনি।’ এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি জানান, ‘সেক্ষেত্রে আপনাদের আবেদনের সু্যোগ রয়েছে।’
যদিও এ আনরিলায়েড নথি প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘আন রিলাআয়েড নথির সব দেখানো সম্ভব নয়। শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলো আমরা দেখাতে পারি।’ এরপরই বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘বাকি নথি দেখাতে আপনাদের অসুবিধা কোথায়?’ বিচারপতির এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, ‘তদন্ত চলছে।’