অবশেষে ঘরের ছেলে ফিরছেন ঘরে। বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। সিএবি-র এক কর্তা তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলায় অভিমানে এ রাজ্য ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছিলেন তিনি। দু’ বছর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে রঞ্জিও খেলেছেন। শোনা যাচ্ছে, গত সপ্তাহে কলকাতায় এসে প্রাক্তন সিএবি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ঋদ্ধি। সেই সাক্ষাৎ ফলপ্রসূও হয় বলে সূত্রে খবর। আর এরপরই নতুন মরসুমে বাংলার হয়ে তাঁর খেলার সম্ভাবনা জোরদার হয়েছে।
তবে এখনও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন করেননি ঋদ্ধি। এ ব্য়াপারে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফেও এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে খুব শিগগিরই যাবতীয় সইসাবুদ হয়ে যাওয়ার কথা। কারণ বাংলার হয়ে রঞ্জি এবং অন্যান্য টুর্নামেন্টে খেলা ছাড়াও বেঙ্গল প্রো টি২০ লিগে খেলার কথা রয়েছে ঋদ্ধির, যা শুরু হবে ১১ জুন।