সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার কলকাতা-সহ ৬ জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই মূলত এই বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হবে না বলেই মত আবহাওয়াবিদদের।
বুধবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলিতেও। বৃহস্পতিবার আবার বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়ে্ছে আলিপুর আবহাওয়া দফতরের।
অন্যদিকে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট খানিকটা কমলেও উত্তরবঙ্গে একই অবস্থা। ঘন কুয়াশার দাপট চলছে দার্জিলিংয়ের কিছু অংশে। হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে সকালে। এদিকে শনিবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে।