রোবোটিক সার্জারির জন্য এসএসকেএমে বসছে রোবট

রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে বসতে চলেছে রোবট। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম রোবোটিক সার্জারির রোবট বসতে চলেছে এস এস কে এম হাসপাতালে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কোনও এইমস-এ‍ নেই এই রোবট।

এসএসকেএম এবং স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেমব্রিজ মেডিক‍্যাল রিসার্চ নামে ব্রিটেনের কোম্পানির রোবট দ্রুত বসতে চলেছে এসএসকেএম হাসপাতালে। এর জন্য যে দরপত্র ডাকা হয় তার কাজও হয়ে গিয়েছে। অর্ডারও পাস হয়ে গিয়েছে। এই রোবটের দাম পড়বে ৫ কোটি ৭৫ লাখ। তার সঙ্গে যোগ হবে নির্ধারিত করও। সব মিলিয়ে দাম পড়ছে ৬ কোটি ৪৪ লাখ টাকা।

এসএসকেএম সূত্রে এও জানানো হয়েছে, ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রো এন্টেরোলজি, স্ত্রী রোগ, বক্ষ রোগ, কিডনি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোতে এই রোবটিক সার্জারিতে লাখ লাখ টাকা খরচ। সেখানে এস এস কে হাসপাতালে সেই অপারেশন হবে সম্পূর্ণ বিনামূল্যে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =