পরবর্তীপ্রজন্মে ভারতের বাড়ি এবং পরিকাঠামোগুলোর বদলাতে থাকা চেহারা ও তার চাহিদা মেটাতে তার সমাধানের এক সম্ভার প্রকাশ করল ভারতে তার ও কেবলের অন্যতম অগ্রগণ্য নির্মাতা RR Kabel। এই সম্ভার এমন এক যুগের জন্য উপযোগী, যেখানে তাপমাত্রা আর বৈদ্যুতিক লোড ক্রমশ বাড়ছে। এই নতুন পণ্যসম্ভারে রয়েছে Flamex HR+FR ও Firex LS0H-EBXL। এর প্রত্যেকটিই তৈরি করা হয়েছে নানারকম ব্যবহারে উন্নততর নিরাপত্তা, কর্মদক্ষতা এবং সুস্থায়িত্ব জোগাতে।
এই প্রসঙ্গে RR Kabel-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রাজেশ কাবরা জানান, “বাড়িগুলো আরও স্মার্ট হচ্ছে এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বলে তাপমাত্রাও বাড়ছে। সেই অনুযায়ী তারগুলোকেও বদলাতে হবে। আমাদের নতুন সম্ভার তৈরি করা হয়েছে কেবল আজকের দিনের চাহিদা পূরণ করার জন্যে নয়, আগামীদিনের চ্যালেঞ্জগুলোও অনুমান করে নিয়ে। যে চ্যালেঞ্জগুলো আসবে আরও বেশি তাপমাত্রা, আরও বেশি ইলেকট্রিকাল লোড থেকে। সেইসময় যাতে আরও বেশি নিরাপত্তা দেওয়া যায় এবং পরিবেশগত দায়িত্ব পালন করা যায়, সেটা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”
Flamex HR+FR Wire
চরম তাপেও উৎকর্ষ বজায় রাখার জন্যে তৈরি Flamex HR+FR Wire জোগায় ২০% বেশি বিদ্যুৎ বহনের ক্ষমতা এবং ৮৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় নিরাপদে কাজ করতে পারে। এই তাপমাত্রা সাধারণ FR তারের তুলনায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এখানে যুক্ত হয়েছে বর্ধিত নিরাপত্তার জন্য হিট রেজিস্ট্যান্স (HR) এবং ফ্লেম রিটার্ডেন্সি (FR)। পাশাপাশি এই তার নমনীয় এবং সহজে ইনস্টল করা নিশ্চিত।
ইঁদুর, ছুঁচো জাতীয় প্রাণি যাতে কাটতে না পারে এবং উইয়ে খেতে না পারে তার ব্যবস্থা এই তারে বিল্ট–ইন হওয়ায় এর আয়ু বেশি। ফলে ইউটিলিটি স্পেসের মত যেসব জায়গায় কর্মদক্ষতা আর সুরক্ষা – দুটোই জরুরি, সেরকম উচ্চ চাহিদার এলাকার পক্ষে এটা আদর্শ সমাধান।
Firex LS0H-EBXL Wire
সবচেয়ে কঠোর চাহিদা পূরণ করার মত করে তৈরি Firex LS0H-EBXL Wire PVC তারের থেকে ২ গুণ বৈদ্যুতিক লোড বহন করতে পারে এবং ৯০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও গলে যায় না, কারণ এটি তৈরি হয়েছে ইলেকট্রন বিম ক্রস–লিংকিং (EBXL) প্রযুক্তির সঙ্গে লো স্মোক জিরো হ্যালোজেন (LS0H) ইনসুলেশনের সমন্বয়ে। আগুন ধরে গেলে এটি শুধুমাত্র নির্বিষ, স্বচ্ছ ধোঁয়া ছাড়ে, যা সকলকে নিরাপদে স্থানত্যাগ করতে সাহায্য করে। সহজ ইনস্টলেশনের জন্যে উন্নততর ফ্লেক্সিবল কন্ডাকটর ডিজাইন সমেত ৬০+ বছরের আয়ু এবং ইঁদুর, ছুঁচো জাতীয় প্রাণি ও উইয়ের বিরুদ্ধে সুরক্ষা থাকায় Firex অতুলনীয় নিরাপত্তা ও আয়ু জোগায়। বহুতল ইমারত, স্মার্ট হোম, হাসপাতাল এবং সমস্ত গণপরিকাঠামো – অর্থাৎ যেসব জায়গায় কর্মদক্ষতা, আয়ু এবং অগ্নিবিরোধী নিরাপত্তা নিয়ে আপোস চলে না, সেখানকার বাধ্যতামূলক গাইডলাইন অনুসরণ করার ক্ষেত্রে এটিই আদর্শ সমাধান।
গোটা সম্ভারে কমন ভ্যালু প্রোপোজিশন:
• উচ্চতর তাপ এবং ইলেকট্রিকাল লোডের উপযুক্ত নির্মাণ
• ১০০% খাঁটি ইলেকট্রোলাইটিক তামা দিয়ে তৈরি
• IS, REACH, RoHS, CE, CPR মানে ও কমপ্লায়েন্স অনুযায়ী তৈরি।
• ইঁদুর, ছুঁচো জাতীয় প্রাণি ও উইয়ের বিরুদ্ধে সুরক্ষা
এই লঞ্চগুলোর মাধ্যমে RR Kabel বৈদ্যুতিক জিনিসপত্রের শিল্পে নিরাপত্তা, সুস্থায়িতা এবং কর্মদক্ষতার চেহারা আমূল বদলে দেওয়ার প্রতি নিজের দায়বদ্ধতা নিয়ে হাজির হল।