মণিপুরের হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে আরএসএস

মণিপুরে হিংসা ঘটনায় এখনও লাগাম পরানো সম্ভব হয়নি প্রশাসনের। এদিকে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। এরই মাঝে আরএসএস-এর অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠকের আয়োজন করা হয়েছিল তামিলনাড়ুর উটিতে। ১৩ থেকে ১৫ জুলাই অবধি চলে সেই বৈঠক। সেখানেই মণিপুর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় আরএসএস-এর তরফ থেকে। এমনকি স্বয়ং সেবকদের ত্রাণ দেওয়ার কাজ মণিপুরে আরও বাড়ানো হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মণিপুরের সমস্ত জনগোষ্ঠীকেই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে সদর্থক ভূমিকা নিতে আবেদনও করা হয় আরএসএসের তরফ থেকে।

সূত্রে খবর, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এই বৈঠকে উপস্থিত ছিলেন সংঘ প্রধান মোহন ভগবত। তিনি ছাড়াও আরএসএস-এর শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং সারা দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানেই মণিপুর নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিংসায় ক্ষতিগ্রস্তদের স্বয়ং সেবকদের সেবা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুরের পাশাপাশি হিমাতল প্রদেশের বন্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন আরএসএস নেতৃত্ব। মান্ডি, কুলু জেলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nineteen =