মুর্শিদাবাদের ঘটনায় আদালতের শরনাপন্ন সজল

ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি হিসেবে জেলায় ৩ জনের মৃত্যুও হয়েছিল। নিহতদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সল্টলেকে একটি ব্যবস্থা করেছিল বিজেপি। সেখানেই থাকছিলেন নিহতদের পরিবারের সদস্যরা। কিন্তু অভিযোগ, পুলিশ হঠাৎ করেই তাঁদের সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের বচসাও হয়। কী কারণে পুলিশ এমন কাজ করছে, কার নির্দেশে করছে, সেই প্রশ্ন তুলেছেন সজল। আর এই ঘটনায় এই একই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা সজল ঘোষ। আদালতে তিনি দাবি করেন, নিহতদের পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি রয়েছে। তাই তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
এদিকে পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নিহতদের পরিবার যারা কলকাতায় রয়েছেন তাঁদের বিরুদ্ধে জেলা থেকে নিখোঁজ হওয়ার মামলা রুজু করা হয়েছে। তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই মূলত মুর্শিদাবাদের পুলিশ এসেছে। এর সঙ্গে নিরাপত্তাহীনতার কোনও সম্পর্ক নেই। যদিও বিজেপি নেতা সজল ঘোষ পুলিশের ভূমিকা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তিনি চান, বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =