গাঁজা অভিযানে নেমে ফের এক বড় সাফল্য সমশেরগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটকও করা হয়। ধৃত ব্যক্তির নাম আনসারুল শেখ (৩৮) যার বাড়ি সমশেরগঞ্জের ইসলামপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, পুঁটিমারি চকসাপুর সংলগ্ন এলাকায়।সামশেরগঞ্জ থানার এসআই-এর নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সূত্রে খবর পায় যে, পাকুর দিক থেকে একটি মোটরসাইকেলে করে গাজা পাচার হচ্ছে। সঙ্গে সঙ্গেই এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। এরপরই এই নাকা চেকিংয়ের সময় পুলিশ একটি মোটরসাইকেলকে আটকায়। চালকের দেহ এবং বাইক তল্লাশি করে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আনসারুল শেখ দীর্ঘদিন ধরে এই ধরনের বেআইনি কাজে যুক্ত থাকতে পারে। এই গাঁজা কোথা থেকে এসেছে এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এই গাঁজা চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।