আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চে গেলেন সন্দীপ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুক্রবারই। এদিকে আদালত সূত্রে খবর, সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি হাতে পেয়ে ডিভিশন বেঞ্চে যেতে বলা হয়েছে।
আরজি করে একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। টালা থানায় একটি অভিযোগ করেছিলেন তিনি। আখতার আলির অভিযোগ, বায়োমেডিক্যাল বর্জ্য পাচার, ল্যাব পরিকাঠামোয় আর্থিক দুর্নীতি, বেশি দামে অক্সিজেন যন্ত্র কেনা বা কর্মী নিয়োগ, ইউজি-পিজি কাউন্সেলিংয়ে বেনিয়মের মত ঘটনায় যুক্ত সন্দীপ।
সম্প্রতি পুলিশের বিশেষ দল বা সিট এই মামলার তদন্তভার হাতে পেলেও ২০২৩ সালের ১৩ জুলাই আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি এই অভিযোগ দায়ের করেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে সেই অভিযোগ জমা পড়ে। তবে সে সময় তদন্ত এগোয়নি বলেই অভিযোগ আখতারের।