আটক সন্দীপ-ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রসূন চট্টোপাধ্যায়। সুভাষগ্রামের বাড়িতে অভিযান চালানো হয় ইডির তরফে। আর্থিক দুর্নীতি মামলায় এবার আটক করা হল প্রসূনকে। এদিকে সূত্রে খবর, প্রসূনকে আরজি করের সেমিনার হলের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল।
পাশাপাশি শুক্রবার সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়িতেও ইডির অভিযান চালানো হয়। এয়ারপোর্টে ২ নম্বর গেট এলাকার মিলনপল্লিতে সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি। সন্দীপের শ্যালিকা অর্পিতা বেরা এবং শ্যালিকার স্বামী প্রীতিন বেরা দু’জনেই চিকিৎসক। আরজি করের ঘটনার পরে সন্দীপ ঘোষের বাড়ি ছেড়ে এখানেই থাকতে শুরু করে তাঁর শ্বশুর-শাশুড়ি। সেখানেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা।
শুক্রবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় শহর জুড়ে ইডি তল্লাশি করে। সল্টলেকের বিই ২৭৯ নম্বর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি অভিযান করে এক ব্যবসায়ীর বাড়ি। সূত্রের খবর, ব্যবসায়ীর নাম স্বপন সাহা, তিনি সন্দীপ-ঘনিষ্ঠ। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।