চার্জ গঠনের আগে নয়া আর্জি সন্দীপ ঘোষের

একটি মামলা থেকে অব্যাহতি পেলেও আর এক মামলায় নাম থাকায় এখনও জেলে বন্দি আরজি কর আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিছুদিনের মধ্যেই সেই মামলায় চার্জ গঠন হওয়ার কথা। চার্জ গঠন পিছনোর জন্য এর আগে মামলা করেছেন সন্দীপ ঘোষ। বুধবার সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে চার্জ গঠনের আগেই আদালতে ফের নতুন আবেদন জানালেন তিনি।

আদালত সূত্রে খবর, ধর্ষণ ও হত্যা মামলার পর এবার অপর মামলা থেকেও অব্যাহতি চান সন্দীপ ঘোষ। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় বর্তমানে জেলে রয়েছেন তিনি। তার থেকেই অব্যাহতি চাইলেন এবার। বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে সন্দীপের আইনজীবী মারফত মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা পড়ে। আদালত সূত্রে এ খবরও মিলছে যে একই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা, বিপ্লব সিং ও আশরাফ আলিও। এদিকে সিবিআই সূত্রে খবর, আগামী ২৫ মার্চ সন্দীপদের এই আবেদনে আপত্তি জানিয়ে সওয়াল করবে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার আইনজীবীরা।

প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল সন্দীপের বিরুদ্ধে। গত বছরের ডিসেম্বরে সেই মামলা থেকে অব্যাহতি পান তিনি। জামিন পান আর এক অভিযুক্ত, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। তবে আরজি করে যে আর্থিক দুর্নীতির হদিশ পায় সিবিআই, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন অধ্যক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =