শনিবার পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা সন্দীপের

শনিবার পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা সন্দীপের, অন্তত এমনটাই সিবিআই সূত্রে খবর। আর এই টেস্টের জন্য যাবতীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এমনটাও জানা গেছে। সন্দীপ ঘোষকে শনিবারও সিজিও কমপ্লেক্সে তলব করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে। এদিন নিয়ে টানা ৯ দিন সিজিওতে হাজিরা দিলেন তিনি। জিজ্ঞাসাবাদের ১০০ ঘণ্টা পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবারও সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নবম দিনেও শনিবার সকাল সকালই পৌঁছে যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

অন্যদিকে সিটের তরফে এদিনই সমস্ত নথি সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবারই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই।নির্দেশ এও বলা হয় শনিবার সকাল ১০টার মধ্যে মামলার যাবতীয় নথিপত্র সিবিআইকে হস্তান্তর করতে হবে। এই নির্দেশ মতোই সকাল সাড়ে ৯টা নাগাদ সিটের তরফে ভবানীভবন থেকে সিআইডির একটি প্রতিনিধি দল পাঠানো হয়। তাঁরাই সমস্ত তথ্য হস্তান্তর করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =