প্রবল চাপে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই-এর পর এবার আরজি কর দুর্নীতিতে মামলা রুজু করল ইডি। সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইসিআইআর দাখিল করা হয়েছে। সিবিআইয়ের এফআইআর-এর ভিত্তিতেই এই ইসিআইআর দাখিল করেছে তারা। অভিযুক্ত হিসাবে প্রথম নামই সন্দীপ ঘোষের।
আরজি করে ডাক্তার পড়ুয়ার মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টানা ১০-১১ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপকে। এমনকী সিবিআই তাঁর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায়। বাড়ি থেকে সবুজ কাপড়ে বোচকা ভরে নথিও নিয়ে আসে তারা।