আরজি কর কাণ্ডের পর প্রায় এক বছর পার। আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। শিয়ালদহ কোর্ট ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুন করার অপরাধে আজীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানাল সে।
জানা গিয়েছে, এই ঘটনায় সে নির্দোষ এবং ফলে এই ঘটনায় তাকে মুক্তি দিক আদালত, এই আর্জি জানিয়েছে সঞ্জয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবদেন করেছে সে। আগামী ১৬ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা।
গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় নিম্ন আদালত। সাজা ঘোষণার পর পর ৬ মাস কেটে গিয়েছে। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সেই সঞ্জয় রায়। তাঁর আইনজীবী হিসেবে মামলা করেছেন কৌশিক গুপ্ত। বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। বিচারপতি বসাক জানিয়েছেন, সব পক্ষকে নোটিস দিতে হবে, তারপর হবে শুনানি।
এই আবেদনের কথা শুনে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা–মা। এই আবেদনের পিছনে রাজ্য সরকাররের মদত আছে বলে অভিযোগ তিলোত্তমার পরিবারের। তাঁদের বক্তব্য, আদালতে যে কেউ দ্বারস্থ হতেই পারে, তবে নিয়মমাফিক তাঁদের চিঠি দিতে হবে। কিন্তু সেই চিঠি তাঁরা পাননি হাইকোর্টের তরফে।