নারকো টেস্ট দিতে অস্বীকার সঞ্জয়ের

নারকো টেস্ট দিতে অস্বীকার আরজি কর কাণ্ডের একমাত্র অভিযুক্ত সঞ্জয়ের। সিবিআই পিপি সঞ্জয়ের নারকো টেস্টের জন্য আবেদন করার পর কনসেন্ট শুনানি হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর কোর্টে।কনসেন্টের স্টেটমেন্ট খোলা হয় আদালতে। এরপর তা লিগ্যাল এইড এবং সিবিআই আইনজীবীকে দেখানো হয়। সেখানে দেখা যায়, সঞ্জয় রায় টেস্টের অনুমোদন দিতে অস্বীকার করেছে। উল্লেখ্য, একাধিক রায়ে উল্লেখ আছে নারকো টেস্ট সংবিধান বিরোধী। এটা একজন নাগরিকের ফান্ডামেন্টাল অধিকারের বিরুদ্ধে। যদি না সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন না নেওয়া হয়।

আরজি কর-কাণ্ডের তদন্তে পলিগ্রাফের পর ধর্ষণ করে খুনের ঘটনায় তথ্য যাচাইয়ে অভিযুক্ত সঞ্জয়ের নারকো টেস্টের পরিকল্পনা করে সিবিআই। শিয়ালদহ আদালতে অনুমতি চেয়ে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নির্যাতিতার শরীরের ক্ষতচিহ্নের সঙ্গে কামড়ের নমুনা মিলিয়ে দেখার জন্য বৃহস্পতিবারই ধৃত সঞ্জয় রায়ের ‘টিথ ইম্প্রেসন’ নিয়েছে সিবিআই। এদিকে মৃত নির্যাতিতার শরীরে যে বেশকিছু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে তা আগেই জানা গিয়েছিল।পোস্টমর্টেম রিপোর্টে বলা ছিল দেহে আঘাতের চিহ্ন ছিল, ছিল ক্ষতও। এর আগে সিএফএসএল বিশেষজ্ঞদের মত ছিল, কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =