যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে পারল না সিবিআই। আরজি কর ঘটনার বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও নেই তদন্তকারী সংস্থার কাছে। দীর্ঘ তদন্তে এবং সঞ্জয় রায়, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করে একাধিক অসঙ্গতি পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সহ পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করানো হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে। পলিগ্রাফ টেস্ট হলেই কোনটা ঠিক তা সহজেই বোঝা যাবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরাও।
এদিকে শনিবার মূল অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্সি জেলে রয়েছে সঞ্জয়। সেখানেই এই টেস্ট করাতে যান তদন্তকারী সংস্থা। কিন্তু যান্ত্রিক ত্রুটির ফলে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব হয়নি বলেই খবর। দীর্ঘক্ষণ জেলে থেকেও কার্যত খালি হাতে ফেরেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে রবিবার ফের প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট সিবিআই করাবে বলে খবর। আর তা ইতিমধ্যে জেল কতৃপক্ষকে তাঁরা জানিয়ে এসেছেন বলে খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জেলের পরিকাঠামো বেশ কিছু ত্রুটির ফলেই এদিন তা সম্ভব হয়নি বলে খবর। অন্যদিকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করানোর প্রক্রিয়া সিজিও কমপ্লেক্সে চলছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় সিএফএসএলের পলিগ্রাফ বিশেষঞ্জদের শনিবার সকালেই দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছে। তাঁদের তত্ত্বাবধানেই এদিন পলিগ্রাফ টেস্টের এই প্রক্রিয়া চলছে।