রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টে শান্তনু

২ বছরের জন্য তাঁর ডাক্তারি লাইসেন্স বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার হাইকোর্টে আবেদন জানান তিনি। আগামী সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েএফআরসিপি গ্লাসগোনামে বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে। এই নিয়ে তাঁকে নোটিসও পাঠায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তলব পেয়ে বৃহস্পতিবার  উপস্থিতও হয়েছিলেন শান্তনু। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট হয়নি রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এরপরই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২ বছর চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি।

বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় জানান, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাঁর রেজিস্ট্রেশন ২ বছরের জন্য বাতিল করা হয়েছে। শান্তনুর রেজি তৃণমূলের আর এক চিকিৎসক নেতা নির্মল মাজি বলেন, ‘শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার শান্তনু সেন দাবি করেছিলেন, তাঁর ডিগ্রি বৈধই। রেজিস্ট্রেশনের জন্য আবেদনও করেছিলেন। আরটিআইও করেছিলেন। কিন্তু তিনি কোনই উত্তর পাননি। তাঁর কথায়, ‘আমার রেডিওলজির যোগ্যতা রয়েছে। যদি অন্যায় করতাম, আমি আমার অজ্ঞতাটা মেনে নিয়ে কাপড় দিয়ে মুখ ঢেকে চলে যেতাম।এখন এটাই দেখার হাইকোর্ট রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে কী নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =