ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরানের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ। ইমরান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, নিউটাউনে ডেলিভারি বয়কে মারধর করেছে তারা। সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা ঘটে নিউটাউন বালিগরি ভাঙার মোড়ের কাছে। এই ঘটনায় পুলিশে অভিযোগও জানিয়েছেন ওই ডেলিভারি বয়। এদিকে এই ঘটনায় মুখে কুলুপ শওকত মোল্লা বা ছেলে ইমরান মোল্লার।
পুলিশের কাছে ডেলিভারি বয় অভিযোগ জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানো হচ্ছিল। তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই সবাই গাড়ি থেকে নেমে পড়ে বলে অভিযোগ। পাশাপাশি ওই ডেলিভারি বয় আরও জানান, ‘আমাকে চেপে দিয়ে গাড়িটি যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর আমি গাড়ির সামনে বাইক নিয়ে গিয়ে দাঁড়াই। জিজ্ঞেস করি, আমাকে চাপছিলে কেন? তখনই গাড়ি থেকে নেমে আসে ওরা।’ তখনই ওই ডেলিভারি বয়ের নজরে আসে, গাড়িতে শওকত মোল্লার ছেলে ও তার বন্ধুবান্ধব ছিল।এরপরই চলে মারধরের পালা।