দেশের সবচেয়ে বড় ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, তার ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করে। ব্যাংকের কর্মচারি এবং তাদের পরিবার থেকে এই রক্তদানে ব্যাপক সাড়া মেলে। এসবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মোট ৮৯,৬৮০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এই উদ্যোগ ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) কর্মসূচির অংশ, যা চিকিৎসা জরুরি অবস্থায় রক্তের সংকট পূরণ করতে পারবে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। এক মাসব্যাপী এই কর্মসূচি ১০ জুন, ২০২৫ থেকে শুরু হয়ে ১ জুলাই, ২০২৫, অর্থাৎ এসবিআই’র প্রতিষ্ঠা দিবসে শেষ হয়।
এসবিআইযের তরফ থেকে এও জানানো হয়, এই ৮৯,৬৮০ ইউনিট রক্ত সংগ্রহের এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে এসবিআই–এর কর্মী, তাঁদের পরিবার, ব্যাংকের প্রতিশ্রুতিবদ্ধ দল, স্বাস্থ্যকেন্দ্র এবং ব্যাংকের নেটওয়ার্কে থাকা রক্ত ব্যাংকগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এঁদের এই উদ্যোগ এবং অংশগ্রহণের ফলে এক মাইলফলক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই উপলক্ষে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান সি.এস. সেতি বলেন, ‘আমাদের ৭০তম প্রতিষ্ঠা দিবসে ৮৯,০০০–এর বেশি রক্ত ইউনিট দানের এই মাইলফলক আমাদের দেশের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি এসবিআই’র অবিচল অঙ্গীকারের প্রমাণ এবং আমাদের কাছে এটা গর্বেরও বটে। এই উদ্যোগ শুধুমাত্র প্রতীকী নয়, এটি শক্তিশালী ও স্বাবলম্বী সমাজ গঠনের দিকে একটি পদক্ষেপ। আমরা সামনে এগিয়ে যেতে থাকবো এবং আমাদের স্বাস্থ্যসেবা উদ্যোগ আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’ এই প্রভাবশালী উদ্যোগের মাধ্যমে এসবিআই সমাজের প্রতি তার অঙ্গীকার সর্বসমক্ষে তুলে ধরে এবং একইসঙ্গে সহৃদয় ও সম্প্রদায়নির্ভর কর্মের মাধ্যমে অর্থবহ পরিবর্তন চালিয়ে যাওয়ারও এক প্রতিশ্রুতি প্রদান করে।