দেবীপক্ষেও নিস্তার নেই বৃষ্টি থেকে। মঙ্গলবার চতুর্থীতেও ভারী বর্ষণ হয় উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এবার আবার অষ্টমী ও নবমী পড়েছে ১১ অক্টোবর অর্থাৎ শুক্রবার। সেদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজো যে বৃষ্টি ছাড়া কাটবে তা নয়। বরং বিক্ষিপ্ত বৃষ্টির কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বৃষ্টি না হলেও থাকছে ভ্যাপসা গরম। মোট কথা, হয় ভ্যাপসা গরম, নয়তো বৃষ্টি-অস্বস্তির হাত থেকে রেহাই নেই।
ষষ্ঠীতে সকাল থেকে কলকাতার আকাশ ছিল মোটামুটি পরিষ্কার। মঙ্গলবার যে হারে বৃষ্টি হয়েছে, তাতে কলকাতার একাধিক জায়গায় জমে গিয়েছিল জল। তবে বুধবারের পরিস্থিতি ছিল স্বাভাবিক। কিন্তু ভ্যাপসা গরম বেশ অস্বস্তিতে রেখেছে শহরবাসীকে। বিকেল পর্যন্ত কলকাতায় কোনও রকম বৃষ্টির সতর্কবার্তা জারি হয়নি।
উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে অষ্টমী-নবমী পর্যন্ত৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত।