সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

সোমবার একুশে জুলাই। তৃণমূলের শহিদ সমাবেশ। কলকাতার ধর্মতলায় শাসকদলের শহিদ সভাস্থলে সকাল থেকেই উপচে পড়বে কর্মী সমর্থকদের ভিড়। জেলা থেকে কাতারে কাতারে শাসকদলের কর্মীসমর্থকরা কলকাতায় এসে ভিড় জমাতে শুরু করেছেন। একইসঙ্গে সবার মনে একটাই প্রশ্ন, কেমন থাকবে সোমবার কলকাতার আবহাওয়া।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে এও জানানো হয়েছে বুধবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ২৪ জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে আপাতত এই কদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দুএক পশলা বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে এবং জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টি চলবে উত্তরেও। মঙ্গলবার ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।  উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে  সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালিম্পংয়ে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

এদিকে কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎসহ দুএক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি হবে কলকাতায়।

কলকাতায় রবিবারে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৮৪.৩ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 10 =