মঙ্গলবারের মতো বুধবারও কলকাতার দিন শুরু হয়েছিল মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়েই। দুপুরেও হয়েছে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। ফলে জেলায় জেলায় কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি একেবারে থামছে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
সঙ্গে এও জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।
অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে ধীরে ধীরে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অসস্তি বাড়বে। শনিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনি থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বেশিরভাগ জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় হবে শনি, রবি ও সোমবারেও। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
এদিকে কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে।