আরজি কর কাণ্ডে এবার তলব নিরাপত্তারক্ষীদের

আরজি কর কাণ্ডে বৃহস্পতিবারই তলব করা হয়েছিল ৯ অগাস্ট রাতে কর্তব্যরত নার্সদের। এবার তলব করা হল হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুক্রবার আরজি কর কাণ্ডে ৮ নিরাপত্তারক্ষীকে তলব করে সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্টের রাতে কী হয়েছিল, তারা কাদের ঢুকতে-বেরতে দেখেছিলেন, মূলত এই প্রশ্নই করা হয় বলেই সূত্রে খবর। এদিকেসোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে তিলোত্তমা মামলার শুনানি। তার আগে তুঙ্গে তৎপরতা।

সিবিআই সূত্রে এ খবরও মিলেছে, বৃহস্পতিবারই তদন্তকারী অফিসার সীমা পাহুজা আরজি কর হাসপাতালের ৭ জন নার্সকে তলব করেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন চেস্ট মেডিসিন বিভাগের চার জন নার্স।  এরা সকলেই ওই রাতে ডিউটিতে ছিলেন। কারণ, তিলোত্তমার বাবা-মা প্রথম থেকেই অভিযোগ করেছিলেন, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর সেই রাতে আরজি করে কর্তব্যরত সকল নার্স ও চিকিৎসককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনেনি সিবিআই। তাঁদের বক্তব্য ছিল, সেই রাতে ঠিক কী ঘটেছিল, তার অনেকটাই জানেন তাঁরা। তাঁদের বয়ান তদন্তের আওতায় আনা হোক, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =