একুশের বিধানসভা ভোটের মতো ২০২৪-এর লোকসভা নির্বাচনেও একই পথে হাঁটেত চাইছে বামেরা। বুধবার যে ইঙ্গিত মিলেছে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায় তাতে ফের বাংলায় আরও একটা ‘সংযুক্ত মোর্চা’ বানাতে চাইছে বঙ্গ সিপিএম। আর এই সংযুক্ত মোর্চাই লড়বে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। আর নির্বাচনী লড়াইয়ের ঠিক আগে কংগ্রেস ও আইএসএফের জন্য আলোচনার দরজাও বুধবার খুলে দিলেন সেলিম।
এ ব্যাপারে বুধবার বিকেলে কলকাতায় সাংবাদিক বৈঠকে বসে নিজেই খোলসা করেন মহম্মদ সেলিম। বলেন, ‘অধীরবাবু যেহেতু জেলায় আছেন, তাঁর সঙ্গেও নিশ্চয়ই সাক্ষাৎ হবে। সাক্ষাৎ যখন হবে, তখন কথাবার্তাও হবে। আন্দোলন, সংগ্রাম, মুর্শিদাবাদে যে অন্যায় হয়েছে, সেই সব নিয়ে কথা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আমরা বিজেপি ও তৃণমূল বিরোধী শক্তিকে যে এককাট্টা করতে চাইছি, সেই মতো কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গেও কথা বলব।’
এদিকে আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, বৃহস্পতিবার মুর্শিদাবাদ যাচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। জেলা কমিটির পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। তবে এর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করে দিয়েছেন, তাঁর দল একাই লড়বে, তখন বহরমপুরে অধীর-সেলিম বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে।আর এখানেই জল্পনা শুরু হয়েছে, অধীরের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে মহম্মদ সেলিমের তা নিয়েই। জল্পনা শুরু হয়েছে, লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন সমঝোতার কথা উঠে আসবে কি না তা নিয়েও। এরই প্রেক্ষিতে এদিন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রয়া সিলমোহর দিয়েই জানান, ‘আমার কথাগুলির অর্থ সেটাই। তবে এটা তো একতরফা হয় না, যখন কথা হবে, তখন কথা হবে। সব নিয়েই কথা হবে।’