সেনসেশন্যাল লক্ষ্য, আরও একটি পদক আসার সম্ভাবনা ভারতের

দুরন্ত পারফরম্যান্স লক্ষ্য সেনের। ভারতীয় শাটলার তৈরি করলেন ইতিহাস। চাইনিজ তাইপেইয়ের চউ তিয়েন চেনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেন তিনি। প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে পদকের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন বলাই যায়। তবে শুক্রবার প্রথম গেমে হেরে যান লক্ষ্য সেন। বিশ্ব ক্রমতালিকায় লক্ষ্যের থেকে এগিয়ে থাকা ১৭ বছরের চাইনিজ তাইপেইয়ের প্রতিপক্ষ  জিতে যান প্রথম গেম। ফল লক্ষ্য সেনের পক্ষে ১৯-২১৷ কিন্তু এবার তো স্বপ্নের ফর্মে আছেন লক্ষ্য এই হার তাঁকে দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে গেমে ফেরায়। দ্বিতীয় গেমে প্রতিপক্ষের বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা যায়  চাইনিজ তাইপেইয়ের চউ তিয়েন চেনকে। ফল দাঁড়ায় ২১- ১৫। এরপর তৃতীয় গেমে লক্ষ্যের সামনে দিশেহারা হয়ে পড়েন চিনের প্রতিপক্ষ। এদিনের পারফরম্যান্সে কোনও ফাঁক রাখেননি লক্ষ্য়.। ফলে স্বপ্নের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া লক্ষ্য সেন৷ এদিনের ম্যাচের ফলাফল  ১৯-২১, ২১-১৫, ২১- ১২৷ এদিনের জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। এর আগে ২০১২ তে  সাইনা নেহওয়াল (ব্রোঞ্জ),  ২০১৬ পিভি সিন্ধু (রুপো), ২০২০ পিভি সিন্ধু (ব্রোঞ্জ)-র পর ২০২৪ ফের ভারতে অলিম্পিক্সে কোন পদক আসতে চলেছে তা নিয়েই জল্পনা তুঙ্গে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন  কোয়ার্টার ফাইনালের লড়াইতে থাকা সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউ (১২ তম), ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন (২ য়)- মধ্যে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =