স্বাধীনতা দিবসের দিন মেট্রো ব্লু লাইনে ১৮৮টি সবুজ লাইন-১ ও সবুজ লাইন-২-এ চালানো হবে ৯০ টি ট্রেন, এমনটাই জানানো হল কলকাতা মেট্রোর তরফ থেকে।
ব্লু-লাইনে পরিষেবাঃ
মেট্রো ২৮৮ দৈনিক পরিষেবার পরিবর্তে ১৫ অগাস্ট বৃহস্পতিবার ‘স্বাধীনতা দিবস’ ব্লু লাইনে ১৮৮ টি ট্রেন চালাবে। যার মধ্যে ৯৪টি চালানো হবে আপ লাইনে, এবং ৯৪ টি চালানো হবে ডাউন লাইনে।
প্রথম পরিষেবা –
সকাল ৬টা ৫০ মিনিটে-দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত।
সকাল ৬টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।
সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।
সকাল ৭টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।
শেষ পরিষেবাঃ –
রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।
রাত ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।
রাত ৯টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত।
রাত ৯টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত।
সেদিন যথারীতি রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে ব্লু লাইনে স্পেশাল নাইট মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
গ্রিন লাইন-১
মেট্রো প্রতিদিন ১০৬টি পরিষেবার পরিবর্তে আগামী ১৫ অগাস্ট (বৃহস্পতিবার গ্রিন লাইন-১-এ ৯০টি পরিষেবা চালানো হবে। এই ৯০টি পরিষেবার মধ্যে ৪৫টি পূর্বমুখী এবং ৪৫ টি পশ্চিমমুখী পরিষেবা দেওয়া হবে।
প্রথম পরিষেবাঃ
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে।
সকাল ৭টা ০৫ মিনিটে পরিষেবা চালু হবে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত।
শেষ পরিষেবাঃ
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত মিলবে রাত ৯টা ৩৫ মিনিটে।
রাত ৯টা ৪০ মিনিটে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে।
গ্রিন লাইন-২
মেট্রো প্রতিদিন ১৩০টি পরিষেবার পরিবর্তে ১৫ অগাস্ট বৃহস্পতিবার গ্রিন লাইন-২-এ ৯০টি মেট্রো চালাবে। যার মধ্যে ৪৫ টি পূর্বমুখী এবং ৪৫টি পশ্চিমমুখী।
প্রথম পরিষেবা
সকাল ৭টা হাওড়া য়ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত।
সকাল ৭টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।
শেষ পরিষেবা
রাত ৯টা ৪৫ মিনিটে -হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড।
রাত ৯টা ৪৫ মিনিটে এসপ্ল্যনেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত।
সেদিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।