স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যোগ্যদের তালিকায় নাম ছিল না আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। কেন নাম নেই, এর ব্যাখ্যা দিয়ে বৃহস্পতিবার সল্টলেকে এসএসসি দফতরের সামনে দাঁড়িয়ে তিনি জানান, কমিশনের ভুলেই কয়েকজনের নাম বাদ গিয়েছে। তবে এই ভুল শুধরে নেওয়ার আশ্বাসও দিয়েছে কমিশন।
এরপর সোমবার চিন্ময় জানান,’কয়েকজনের নাম আসতে শুরু করেছে ইতিমধ্যেই। আমার স্যালারিও সাবমিট হচ্ছে। খবরে প্রকাশিত হয়েছিল যে আমার নাম ‘যোগ্য’ তালিকায় নেই। এদিন যে লিস্ট পাঠানো হয় সেখানে নাম আছে।’ সঙ্গে এও জানান, আগে যেহেতু তাঁর নামের পাশে ‘নন-জয়েনড’ বা চাকরিতে যোগ দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছিল, তাই তাঁর নাম তালিকায় আসেনি। যদিও এখনও অবধি বাদ যাওয়া ‘যোগ্য’দের কতজনের নাম তালিকায় নতুন করে ঠাঁই পেয়েছে তা জানা যায়নি।
‘অযোগ্য নয়’ এমন শিক্ষকদের নামের তালিকা থেকে নতুন করে ১৮০৩ জনের নাম বাদ দিয়েছে সরকার। সেই নতুন তালিকা গত মঙ্গলবার রাত থেকে জেলায় জেলায় ডিআই দফতরে পৌঁছয়। এরপর বুধবার প্রকাশ্যে সেই তালিকা আসতেই দেখা যায়, এই তালিকায় নাম নেই চিন্ময়ের। ওই দিন রাতেই চিন্ময় জানিয়েছিলেন, নতুন তালিকায় কোনও অসঙ্গতি রয়েছে বলে তাঁর ধারণা। বৃহস্পতিবার তা নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ, শুধু তাঁর নয়, ‘যোগ্য’ বলে নিজেদের দাবি করছেন, এমন অনেক শিক্ষকের নামই এসএসসির নতুন তালিকা থেকে বাদ পড়েছে। চেয়ারম্যানের কাছে এর কারণ জানতে চান তাঁরা।