কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বন্ধ থাকবে বেশ কিছু রাস্তা

রবিবার শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। সেই কারণে ভোর রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে শহর কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। শুধু পণ্যবাহী গাড়িই নয়, সাধারণ গাড়িও চলাচল বন্ধ করে দেওয়া হবে বেশ কয়েকটি রাস্তায়। এ ব্যাপারে ইতিমধ্যে ট্র্যাফিক নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। যেমন শনিবার রাত ১০ টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে রেড রোডে। রেড রোডে ট্র্যাফিকের এই কড়াকড়ি জারি থাকবে রবিবার দুপুর ১২টা কিংবা যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত।

শুধু রেড রোডই নয়, আরও অনেকগুলি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবার ভোর চারটে থেকে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না আর আপ এভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিকবাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। দুপুর ১২টা কিংবা যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে, ততক্ষণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এই রাস্তাগুলিতে।

রেড রোড ছাড়াও আরও বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এর জন্য রবিবার ভোর চারটে থেকে খিদিরপুর রোড, কাসুয়ারিনা এভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, হসপিটাল রোড, আর আর এভিনিউ, এজেসি বোস রোড, মা উড়ালপুল, এসপ্ল্যানেড র‌্যাম্প, ঘোড়া পাস, মেয়ো রোড (প্রয়োজন মতো), শেক্সপিয়র সরণি, সার্কাস এভিনিউ, জওহরলাল নেহরু রোড (প্রয়োজন মতো) ও আউটরাম রোড (প্রয়োজন মতো)। এই রাস্তাগুলিও দুপুর ১২টা পর্যন্ত কিংবা ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।

যে সব রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ করা হচ্ছে তার মধ্যে রয়েছে খিদিরপুর রোড, হসপিটাল রোড, আর আর এভিনিউ, জওহরলাল নেহরু রোড (ডোরিনা ক্রসিং থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং পর্যন্ত), ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, আউটরাম রোড, শেক্সপিয়র সরণি ও সার্কাস এভিনিউয়ে ভোর সাড়ে চারটে থেকে পার্কিং বন্ধ রাখা হচ্ছে। ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =